Departments

[vc_section][vc_row][vc_column][vc_single_image image=”134″ img_size=”medium” alignment=”center” style=”vc_box_border_circle”][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি তথা আই-টেইট ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ২০০৪ সনে অনুমোদিত একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। দীর্ঘ এ সময়ে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সহিত ০৭ (সাত) টি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সহ এইচ.এস.সি (বি.এম) কোর্স পরিচালনা করে আসছে। উক্ত কজেটি শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তির তালিকায় স্থান পাওয়া গাজীপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান।

আই-টেইট ইঞ্জিনিয়ারিং কলেজ শুরুতে ২০০৪ সনে ০১ (এক) টি মাত্র ট্রেড তথা টেক্সটাইল ইঞ্জিনিয়াংরিং কোর্সে মাত্র ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থী ভর্তির অনুমতি নিয়ে কাশিমপুর রোড, কোনাবাড়ী গাজীপুরের বর্তমান ক্যাম্পাসে যাত্রা শুরু করে।

পরবর্তীকালে উন্নত পাঠদান, সার্বিক ব্যবস্থাপনা, ল্যাব ক্লাশ সুবিধা সহ বিশেষ কার্যক্রম থাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কলেজটিকে গুরুত্বের সাথে নেয় এবং বর্তমানে “টেক্সটাইল” ও “গার্মেন্টস এন্ড ফ্যাশন ডিজাইন” সহ “সিভিল”, “কম্পিউটার”, “ইলেক্ট্রিক্যাল”, “মেকানিক্যাল”, “অটোমোবাইল” এবং “এইচ.এস.সি (বি.এম)” কোর্স গুলি উক্ত প্রতিষ্ঠানে সুনামের সহিত পরিচালিত হচ্ছে।[/vc_column_text][/vc_column][/vc_row][/vc_section]