H.S.C BM

এইচ.এস.সি (বি.এম) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ০২ (দুই) বৎসর মেয়াদী সাধারণ এইচ.এস.সি প্রোগ্রাম। উক্ত প্রোগ্রামটি সাধারন এইচ.এস.সি থেকে সহজতর ও স্বল্প ব্যয় স্বাপেক্ষ।

উক্ত কোর্সটিতে তাত্বিক ক্লাশের পাশাপাশি ব্যবাহারিক ক্লাশ থাকায় শিক্ষার্থীরা সহজে পাঠ বুঝতে সক্ষম হয়, তাতে ভালো ফলাফল করা সহজ হয়।

আই-টেইট ইঞ্জিনিয়ারিং কলেজ ১৬ (ষোল) বৎসর যাবৎ উক্ত এইচ.এস.সি (বি.এম) প্রোগ্রামটি পরিচালনা করছে।

বর্তমানে আই-টেইট ইঞ্জিনিয়ারিং কলেজে “কম্পিউটার ও একাউন্টিং” বিষয় দুটিতে কোর্সটি চালু আছে।

HSC BM