Textile

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমদিত হয়ে ২০০৪ সনে “আই-টেইট ইঞ্জিনিয়ারিং কলেজ” টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে। মাত্র ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রাপ্ত হয়ে শুরু করা প্রতিষ্ঠানটিতে আজ মোট ০৮ টি ডিপার্টমেন্ট নিয়ে আনুমানিক হাজারের মত শিক্ষার্থী পড়াশুনা করছে।

“বস্ত্রখাত” বাংলাদেশের প্রধান অর্থনৈতিক আয়ের খাত। উক্ত খাতে দক্ষ জনবলের অভাব এখনও প্রবল। উক্ত বিষয়ের প্রতি লক্ষ রেখে নিজস্ব টেক্সটাইল ইন্ডাষ্ট্রি “প্যাসিফিক ফাইবার কর্পোরেশন” এ হাতে কলমে প্রেক্টিক্যাল ক্লাশ করার সুযোগ সহ দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা আই-টেইটের এর “টেক্সটাইল ডিপার্টমেন্ট” পরিচালিত হচ্ছে।

Textile